আলিপুরদুয়ার, ২২ নভেম্বরঃ ভোরসকালে ভয়াবহ অগ্নিকান্ড।পুড়ে ছাই দুটি দোকান।ঘটনাটি ঘটেছে কালচিনি ব্লকের হ্যামিল্টনগঞ্জের হাটখোলা এলাকায়।
জানা গিয়েছে, শুক্রবার ভোর ৫টা নাগাদ ব্যবসায়ী স্বপন দাস ও শান্তনু দাসের দোকানে আগুন লাগে। কিছুক্ষণের মধ্যেই বড় আকার ধারণ করে সেই আগুন।তৎক্ষণাৎ খবর দেওয়া হয় দমকল বিভাগকে।দমকলের দুটি ইঞ্জিন পৌঁছে প্রায় দুঘন্টারও বেশি সময়ের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
কিভাবে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটলো তা এখনও পরিষ্কার নয়।এই বিষয়ে ব্যবসায়ী স্বপন দাস জানান, প্রায় দেড় লক্ষ টাকার সামগ্রী ছিল দোকানে।সমস্তটাই পুড়ে গিয়েছে।
আরেক ব্যবসায়ী শান্তনু দাস বলেন, চায়ের কাপ, বিভিন্ন স্টিলের সামগ্রীর দোকান ছিল আমার।প্রায় আড়াই লক্ষ টাকার ক্ষতি হয়েছে।