কালচিনি, ৭ সেপ্টেম্বরঃ কালচিনি ব্লকের বিভিন্ন চা বাগান এলাকায় মঙ্গলবার রাতে ধূমধাম করে পালিত হয়েছে করম উৎসব।আজ সকালে করা হল করম বিসর্জন।
কালচিনির ডীমা নদীতে বুধবার অনুষ্ঠিত হল করম বিসর্জন।ডীমা নদীতে প্রতিবছরের ন্যায় এবছর করম বিসর্জন অনুষ্ঠিত হয়।এদিন করম বিসর্জনকে কেন্দ্র করে ডীমা নদীতে প্রচুর মানুষের সমাগম হয়।সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি ধামসা মাদলের তালে আদিবাসী নৃত্য করতে দেখা যায় সবাইকে ।
অন্যদিকে কালচিনি ব্লকের মধু চা বাগানেও বুধবার করম বিসর্জন আয়োজিত হয়।মঙ্গলবার রাতে মধু চা বাগানে করম পুজো করা হয়।ধূমধাম করে পালিত হয় এই উৎসব।এরপর আজ সকালে করম বিসর্জন হল।মধু চা বাগানের একটি নদীতে করম বিসর্জন উপলক্ষে বিভিন্ন সাংষ্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।ধামসা মাদলের তালে নাচে গানে মেতে ওঠেন আদিবাসী সম্প্রদায়ের মানুষেরা।