আলিপুরদুয়ার,২১ এপ্রিলঃ আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লকের নিমতি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল চাল বোঝাই ট্রাক।ঘটনায় জখম হয়েছেন ট্রাক চালক।
জানা গিয়েছে,এদিন হাসিমারা থেকে আলিপুরদুয়ারের দিকে যাচ্ছিল ট্রাকটি।সেইসময় নিমতি এলাকায় আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায় ট্রাকটি।ঘটনাস্থলে রয়েছে কালচিনি থানার পুলিশ।