শিলিগুড়ি, ২২ মার্চঃ শিলিগুড়ি পুরনিগমের অন্তর্গত ৪৬ নম্বর ওয়ার্ডের চম্পাসারি অঞ্চলে কালি মন্দিরে লক্ষাধিক টাকার সোনার গয়না চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়াল এলাকায়।
জানা গিয়েছে, আজ সকালে মন্দিরের পুরোহিত পুজো করতে মন্দিরে পৌঁছে দেখতে পান মায়ের সোনার গয়না চুরি হয়েছে এবং দানপাত্র ভাঙা রয়েছে।এরপরই ঘটনার খবর দেওয়া হয় মন্দির কমিটিকে।খবর পেয়ে কমিটির সদস্যরা মন্দিরে পৌঁছে পুলিশকে খবর দেয়।
মন্দির কমিটির সদস্যরা জানান, জানালা দিয়ে মন্দিরের ভেতরে ঢোকে দুষ্কৃতিরা।চুরি করার পর সিসিটিভি ক্যামেরার নির্দিষ্ট কিছু ফুটেজ মুছে ফেলে দুষ্কৃতিরা।লক্ষাধিক টাকার মায়ের সোনার গয়না চুরি হয়েছে।
এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় প্রধাননগর থানার পুলিশ।ঘটনার পর প্রধাননগর থানায় চুরির অভিযোগ দায়ের করেন মন্দির কমিটির সদস্যরা।ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।