আসন্ন শ্যামা পূজা ও ছট পূজা উপলক্ষে বৈঠক সারলো শিলিগুড়ি পুরনিগম

শিলিগুড়ি, ২৫ অক্টোবরঃ আসন্ন শ্যামা পূজা ও ছট পূজা উপলক্ষে শিলিগুড়ির দীনবন্ধু মঞ্চে রামকিঙ্কর হলে বৈঠক সারলো শিলিগুড়ি পুরনিগম।


এদিন শহরের বিভিন্ন ক্লাবগুলিকে নিয়ে এই বৈঠক করা হয়।উপস্থিত ছিলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব, ডেপুটি মেয়র রঞ্জন সরকার, চেয়ারম্যান প্রতুল চক্রবর্তী, ডিসিপি ট্রাফিক বিশ্বচাঁদ ঠাকুর, দমকল, সেচদপ্তরের আধিকারিকরা সহ অন্যান্যরা।এদিনের সভায় আসন্ন শ্যামা পূজা ও ছট পুজোয় কি কি নিয়মাবলী রয়েছে তা ক্লাবগুলিকে জানানো হয়।

মেয়র গৌতম দেব জানান, আজ সমস্ত নিয়মবলী ক্লাবগুলিকে জানানো হল।এবছর শহরে বড় বড় প্রতিমা তৈরি হচ্ছে।সেইসমস্ত প্রতিমা বিসর্জনের সময় দমকল গেলে শহরে কোনোরকম বড় দুর্ঘটনা ঘটলে অসুবিধার মধ্যে পড়বেন দমকল কর্মীরা।সেই কথা মাথায় রেখে সেইসমস্ত পুজো কমিটিকে বিসর্জনের জন্য দমকল দেওয়া হবে না বলে জানান তিনি।


 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *