শিলিগুড়ি, ৫ নভেম্বরঃ কালী পুজোর চাঁদা ও লটারির বই বিক্রিকে কেন্দ্র করে দফায় দফায় উত্তেজনা ছড়াল শিলিগুড়ির ১২ নম্বর ওয়ার্ডের বিধান মার্কেট সংলগ্ন ঋষি অরবিন্দ রোড এলাকায়।
জানা গিয়েছে, মঙ্গলবার বিধান মার্কেট সংলগ্ন এলাকায় ব্যবসায়ীদের কাছে কালী পুজোর লটারি নিয়ে যায় শিলিগুড়ির একটি ক্লাব।অভিযোগ, সেখানে জোরপূর্বক ব্যবসায়ীদের লটারি কিনতে বাধ্য করে সেই ক্লাবের সদস্যরা।ব্যবসায়ীরা সেই লটারি কিনতে না চাইলে শুরু হয় বচসা।ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়।
ব্যবসায়ীদের সঙ্গে ধস্তাধস্তিও বেঁধে যায় ক্লাবের সদস্যদের।পরবর্তীতে এলাকার সমস্ত ব্যবসায়ী দোকান বন্ধ করে বিক্ষোভ দেখান।এদিকে ঘটনার পর স্থানীয় আরও কয়েকটি ক্লাবের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছায়।দুপক্ষের মধ্যে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়।ঘটনার খবর পেয়ে পানিট্যাঙ্কি ফাঁড়ি ও শিলিগুড়ি থানার পুলিশ পৌঁছে পরিস্থিতি সামাল দেয় এবং দোকানদারদের দোকান খোলার কথা বলা হয়।
এদিন ব্যবসায়ীরা জানান, শহরের বিভিন্ন ক্লাব জোরপূর্বক লটারির বই কিনতে বাধ্য করছে।তবে আমরা অ্যাসোসিয়েশনের কাছে চাঁদা দিই।সেখান থেকে চাঁদা না নিয়ে দোকানে দোকানে ব্যবসায়ীদের কাছে গিয়ে লটারি কিনতে বাধ্য করছেন ক্লাবের সদস্যরা।
অন্যদিকে বিভিন্ন ক্লাবের সদস্যরা জানান, শহরের শুধু একটিমাত্র ক্লাবকে চাঁদা দেওয়া হয়।তাই অন্যান্য ক্লাবগুলি লটারির টিকিট দিতে বাধ্য হচ্ছি।