শিলিগুড়ি, ২৯ অক্টোবরঃ শিলিগুড়িতে জোরকদমে চলছে শেষ পর্যায়ে কালী পুজোর প্রস্তুতি।সুষ্ঠ ও শান্তিপূর্ণভাবে কালীপুজো সম্পন্ন করতে প্রস্তুত পুলিশ প্রশাসন।মঙ্গলবার বিভিন্ন পুজো প্যান্ডেল পরিদর্শন করলেন শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ডিসিপি রাকেশ সিং।
এদিন সকালে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ডিসিপি রাকেশ সিং শিলিগুড়ি থানার আইসি এবং এসিপি এর সঙ্গে পানিট্যাঙ্কি মোড়ের কাছে রামকৃষ্ণ ব্যায়াম শিক্ষা সংঘ সহ বিভিন্ন পূজা প্যান্ডেলের প্রস্তুতি এবং সুরক্ষা ব্যবস্থা খতিয়ে দেখেন।
এই বিষয়ে পুলিশ আধিকারিকেরা জানান, শিলিগুড়িতে বেশকয়েকটি বিগ বাজেটের পুজো হচ্ছে।সেইসমস্ত পুজো প্যান্ডেলে দর্শনার্থীদের সুরক্ষায় প্রবেশ গেট, বাইরে বেরোনোর গেট, ভলান্টিয়ারের সংখ্যা, সিসিটিভি ক্যামেরা সহ বিভিন্ন ব্যবস্থা খতিয়ে দেখা হল।