আলিপুরদুয়ার, ১৮ অক্টোম্বরঃ হাতে গোনা আর কয়েকদিনের অপেক্ষা।এরপরই কালীপুজো ও দীপাবলিতে মেতে উঠবে গোটা দেশ।আর কালীপুজোর আগে চরম ব্যস্ততা বিভিন্ন কুমোরটুলিতে।
দূর্গা পুজো, লক্ষ্মী পুজোর পর কালীপুজোর ব্যস্ততা দেখা গেল ফালাকাটা ব্লকের জটেশ্বরের কুমোরটুলিতে।গত দুবছরের তুলনায় এবারে বরাতও মিলেছে ভালো।তাই খুশি মৃৎশিল্পীরা।জটেশ্বরের কুমোরটুলিতে বিভিন্ন কারখানায় কোথাও কাঠামো তৈরি হচ্ছে আবার কোথাও প্রতিমায় মাটির প্রলেপ দেওয়া হচ্ছে।
এই বিষয়ে জটেশ্বরের মৃৎশিল্পী চয়ন বড়ুয়া বলেন, হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন কালী পুজোর।এবছর কালী প্রতিমার ভালো বরাত রয়েছে।বহু বাড়ি ও সাধারণ পুজো উদ্যোক্তারা কোনো বায়না ছাড়াই প্রতিমা কিনতে আসেন।তাই একটু বেশি করেই প্রতিমা তৈরি করা হচ্ছে।