রাজগঞ্জ, ২৪ অক্টোবরঃ রাজগঞ্জ থানার কালী পুজোর উদ্বোধন করলেন জলপাইগুড়ি জেলা পুলিশ সুপার দেবর্ষি দত্ত।এদিন কালীপুজো উপলক্ষ্যে স্বেচ্ছায় রক্তদান শিবির, স্বাস্থ্য ও চক্ষু পরীক্ষা শিবির ও দুঃস্থদের মধ্যে মশারি বিতরণ করা হয়।
রাজগঞ্জ থানা পুজো কমিটি সূত্রে জানা গিয়েছে, রাজগঞ্জ থানায় প্রায় ১০০ বছর থেকে কালীপুজো করা হচ্ছে।থানার আবাসিক ও ব্যবসায়ী সমিতির পরিচালনায় পুজোর আয়োজন করা হয়।থানার মধ্যে রয়েছে স্থায়ী কালী মন্দির।সবসময় পুরোহিত দ্বারা পুজো হয় মন্দিরে।
এদিন পুজোর উদ্বোধনে উপস্থিত ছিলেন জলপাইগুড়ি জেলার পুলিশ সুপার দেবর্ষি দত্ত,অতিরিক্ত পুলিশ সুপার সন্দীপ সেন, রাজগঞ্জ থানার আইসি পঙ্কজ সরকার, রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায় ও ডিপিএসসির চেয়ারম্যান লক্ষ্যমোহন রায় সহ অন্যান্যরা।
মঙ্গলবার সকালে খিচুড়ি প্রসাদ বিতরণ, দুপুরে বসে আঁকো প্রতিযোগিতা ও সন্ধ্যায় মহিলাদের জন্য প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।