রাজগঞ্জ, ২৭ অক্টোবরঃ করোনা পরিস্থিতির জেরে গতবছর ধরে কঠিন পরিস্থিতিতে দিন কাটছে মৃৎশিল্পীদের।তবে এবারে কালী পুজোয় গত বছরের তুলনায় অনেক বায়না পেয়েছেন।আর এতেই আশায় বুক বেঁধেছেন রাজগঞ্জের মৃৎশিল্পী ভানু পাল সহ অন্যান্য মৃৎশিল্পীরা।খরচের তুলনায় মূর্তির দাম একটু কম হলেও অনেক বরাত পাওয়ায় খুশি তারা।
রাজগঞ্জের মৃৎশিল্পীরা বলেন, করোনার জন্য গত বছর দূর্গা ও কালীমূর্তির তেমন বরাত পাওয়া যায়নি।এবছরও দুর্গা পুজোতে একই অবস্থা ছিল।তবে কালী প্রতিমা তৈরির জন্য অনেক বায়না পেয়েছেন। তাই তারা খুশি।
রাজগঞ্জের ফাটাপুকুর এলাকার ভানু পাল জানান, ইতিমধ্যে প্রায় ৫০টি কালি প্রতিমা তৈরীর জন্য বায়না পেয়েছেন।আরও কিছু বায়না পাওয়ার সম্ভাবনা রয়েছে।তাই কালী মায়ের কৃপায় তারা লাভের আশায় বুক বেঁধেছেন।