কালিম্পং, ১০ অক্টোম্বরঃ ভয়ঙ্কর সেই রাতের পর কেটে গিয়েছে বেশ কয়েকটি দিন। তিস্তার জলে ভেসে গিয়েছে কালিম্পঙের তিস্তা বাজার, মল্লি সহ সংলগ্ন এলাকার বেশকিছু বাড়ি।
সেই ঘটনার পর থেকেই এলাকায় থেকে কাজ করাতে দেখা যাচ্ছে জিটিএ চিফ এক্সিকিউটিভ অনীত থাপাকে। সোমবার স্কুল পড়ুয়াদের জন্য গাড়ির ব্যবস্থা করে তাঁদের স্কুলে পাঠিয়েছেন। পাশাপাশি ক্ষতিগ্রস্ত এলাকাগুলি ঘুরে দেখার পাশাপাশি বাসিন্দাদের সঙ্গে কথা বলছেন।
ইতিমধ্যেই তিস্তা বাজার এলাকায় বাড়িগুলি থেকে পলিমাটি বের করার কাজ শুরু হয়েছে। রাস্তা মেরামত করার কাজও শুরু হয়েছে। এলাকায় থেকে কাজগুলি দেখার পাশাপাশি বাসিন্দাদের সঙ্গেও কথা বলছেন তিনি।রিলিফ ক্যাম্পে গিয়ে দুর্গতদের সমস্যার কথা শুনছেন। ঘটনার পরই তিনি আশ্বাস দিয়েছেন যাদের বাড়ি তিস্তায় ভেসে গিয়েছে তাঁদের বাড়ি বানিয়ে দেওয়া হবে। গত কয়েকদিন ধরেই এলাকায় থেকে বাসিন্দাদের সঙ্গে আলোচনা করছেন ও কিভাবে তড়িঘড়ি পরিস্থিতি স্বাভাবিক করা যায় সেই চেষ্টায় রয়েছেন তিনি।