শিলিগুড়ি, ৭ অক্টোম্বরঃ তিস্তা বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে কালিম্পঙের বেশকিছু এলাকা। সেখানকার ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের পাশে দাড়াচ্ছে শিলিগুড়ি পুরনিগম। এক ট্রাক ত্রাণ সামগ্রী পাঠানো হচ্ছে শিলিগুড়ি থেকে। দুধ, বিস্কুট, চাল সহ বিভিন্ন জরুরি সামগ্রী থাকছে।
রবিবার কিংবা সোমবার কালিম্পঙের জেলাশাসকের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেওয়া হবে। এদিকে শনিবার দার্জিলিং যাচ্ছেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস, শিলিগুড়ির মেয়র গৌতম দেব ও ডেপুটি মেয়র রঞ্জন সরকার। দার্জিলিঙে জিটিএ চিফ এক্সিকিউটিভ অনীত থাপার সঙ্গে কথা বলবেন তাঁরা। এরপর রবিবার কালিম্পঙে ক্ষতিগ্রস্ত এলাকাগুলিতে যাবেন তাঁরা। সেখানকার বাসিন্দাদের সঙ্গে কথা বলা হবে।