লাগাতার বৃষ্টিতে কালিম্পঙের একাধিক জায়গায় ধস

কালিম্পং, ৩০ জুলাইঃ বৃহস্পতিবার রাত থেকে কালিম্পং জেলা জুড়ে লাগাতার বৃষ্টির জেরে একাধিক জায়গায় ধস।ধসের জেরে ক্ষতিগ্রস্ত হয়েছে কালিম্পংয়ের বেশকয়েকটি পরিবার।এরফলে বিচ্ছিন্ন শিলিগুড়ি, কালিম্পং ও সিকিম যোগাযোগ ব্যবস্থা।


জানা গিয়েছে, লাগাতার বৃষ্টির জেরে কালিম্পংয়ের মামখোলায় সেভক-রংপো রেল প্রকল্পের কাছে ফের ধস নামে।এছাড়াও আন্ধেরিঝোরা, ভালুখুপ ও মাল্লিতে বড়সড় চারটি ধসের ঘটনা ঘটেছে।সেভক-রংপো রেল প্রকল্পে ধসের নীচে চাপা পড়ে যায় বেশকয়েকজন শ্রমিক।

সূত্রের খবর, সেভক-রংপো রেল প্রকল্পে ধসের জেরে ২ জন শ্রমিকের মৃত্যু হয়েছে।বেশকয়েকজন শ্রমিক এখনও নিখোঁজ রয়েছে।এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কালিম্পং জেলা প্রশাসন, জিটিএ আধিকারিক, বিপর্যয় মোকাবিলা দল এবং রেল আধিকারিকরা।নিখোঁজ শ্রমিকদের উদ্ধারের কাজ চলছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

jojobetCasibom GirişJojobet GirişcasibomCasibomMeritking GirişBets10holiganbet girişbaywingrandpashabet girişcasibom girişcasibom girişdeneme bonusuDeneme Bonusu Veren Siteler