শিলিগুড়ি,৫ জানুয়ারিঃ কালিম্পঙে আয়োজিত জলসায় ভিড়ের চাপে পদপৃষ্ট হয়ে মৃত অনিতা ছেত্রী ও বনিতা গুরুং এর পরিবারের হাতে ২ লক্ষ টাকা আর্থিক সহায়তা তুলে দিল রাজ্য সরকার।
প্রসঙ্গত, গত রবিবার সন্ধ্যায় কালিম্পং এর মেলা গ্রাউন্ডে জলসার আয়োজন করেছিল স্থানীয় একটি ক্লাব।জলসা চলার সময় মাঠের মূল প্রবেশদ্বারের সামনে প্রচণ্ড ভিড় হয়ে যায়। তারপরে গেট খুলে দেওয়ায় ধাক্কাধাক্কিতে অনেকেই পড়ে যান এবং সেখানেই ভিড়ের চাপে পদপৃষ্ট হয়ে মৃত্যু হয় অনিতা ছেত্রী ও বনিতা গুরুং এর।
এদিকে বিষয়টি জানতে পেরে শোকপ্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।এরপরই মুখ্যমন্ত্রীর নির্দেশে কালিম্পঙের জেলাশাসক আর বিমলা দুর্ঘটনায় নিহত পরিবারদুটির হাতে ২ লক্ষ টাকার চেক তুলে দেন।