রাজগঞ্জের সাহুডাঙ্গিতে ছিন্নমস্তক কালীপুজোর আয়োজন

রাজগঞ্জ, ৮ নভেম্বরঃ প্রতিবছরের মত এবারও ছিন্নমস্তক কালীপুজোর আয়োজন করা হল রাজগঞ্জের সাহুডাঙ্গিতে।ছিন্নমস্তক কালীপুজো এবছর ৪৩তম বর্ষে পদার্পণ করেছে।


জানা গিয়েছে, রাজগঞ্জের সাহুডাঙ্গি ও পাঘালুপাড়ার বাসিন্দাদের যৌথ উদ্যোগে ছিন্নমস্তক কালীপুজো করা হয়।আজ সন্ধ্যা থেকে পুজো শুরু হবে।তবে পুরোহিত নয়, স্থানীয় ভাষায় ধামিরা এই পুজো করেন।মূল কালীপুজোর সাতদিন পর এই পুজো করা হয়।

পুজো কমিটির সদস্যরা বলেন, বর্তমানে যেখানে পুজো করা হয় সেখানে আগে শেওড়া গাছের নীচে পুজো করা হত।পরে স্থায়ী পাকা মন্দির করা হয়।প্রথম থেকেই পুরোহিত নয়, সমাজের ধামিরা এই পুজো করেন।প্রতিবছর পুজোতে দুই শতাধিক পাঠা ও হাজারের অধিক পায়রা উৎসর্গ করা হয়।


এখানে মায়ের পুজো দিয়ে মানত করলে তা পূর্ণ হয়, এই বিশ্বাসে উত্তরবঙ্গের বিভিন্ন স্থান থেকে ভক্তরা আসেন।পুজোর পাশাপাশি দুঃস্থদের মধ্যে মশারি বিতরণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *