শিলিগুড়ি,১৩ অক্টোবরঃ কালি পুজো ও ছট পুজোকে সুষ্ঠভাবে সম্পন্ন করতে তৎপর শিলিগুড়ি পুরনিগম।বৃহস্পতিবার বিকেলে শিলিগুড়ির দীনবন্ধু মঞ্চে রামকিঙ্কর হলে শিলিগুড়ির কালীপুজো এবং ছট পুজো উদ্যোক্তাদের নিয়ে বৈঠক করলেন মেয়র গৌতম দেব।এদিনের এই বৈঠকে উপস্থিত ছিলেন শিলিগুড়ির মহকুমাশাসক প্রিয়াঙ্কা সিং,পুরনিগমের চেয়ারম্যান প্রতুল চক্রবর্তী,পুরনিগমের মেয়র পারিষদ ও কাউন্সিলররা সহ পুলিশ আধিকারিকেরা এবং দমকল ও বিদ্যুৎ দপ্তরের কর্মীরা।বৈঠকে মূলত কিভাবে শান্তিপূর্ণভাবে ছট ও কালি পুজোকে সম্পন্ন করা যায় তা নিয়ে আলোচনা করা হয়।
বৈঠক শেষে মেয়র গৌতম দেব বলেন, ছট পূজা এবং কালী পুজোকে সুষ্ঠভাবে সম্পন্ন করতেই এই বৈঠক।এছাড়াও ছট পুজোর জন্য এসজেডিএ ও পুরনিগমের পক্ষ থেকে ছটঘাটগুলিতে বিশেষ ব্যবস্থা রাখা হচ্ছে।অস্থায়ী বাথরুম বানানো হচ্ছে।এছাড়াও ঘাটগুলিকে সুন্দর ভাবে সাজানো হবে।