শিলিগুড়ি,২০ অক্টোবরঃ খুঁটি পুজোর মধ্য দিয়ে শ্যামাপুজোর প্রস্তুতি শুরু করলো শিলিগুড়ির দক্ষিণ ভারতনগর স্পোটিং ক্লাব।
৬৩ তম বর্ষে দক্ষিণ ভারতনগর স্পোটিং ক্লাবের বিশেষ আকর্ষন ১৭ ফুটের বোল্লা কালী।শিলিগুড়ির কুমোরটুলির শিল্পী দিয়ে তৈরী হচ্ছে বোল্লা মায়ের মূর্তি।
এই বিষয়ে ক্লাবের সভাপতি রাজু পাল জানান, এবছর ৬৩ তম বর্ষ আমাদের।বিশেষ আকর্ষণ ১৭ ফুটের বোল্লা কালী।অনেক মানুষ মায়ের দর্শন করতে চাইলেও কাজের সময় বা বয়েসের জন্য যেতে পারেন না।তাদের কথা মাথা রেখেই এই উদ্যোগ।পুজোর কয়েকদিন নানান সেবামূলক কাজও করা হবে বলে জানান তিনি।