আলিপুরদুয়ার, ১ নভেম্বরঃ কালীপুজোর রাতে ছিনতাই ও শুটআউট।ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ার বক্সার জঙ্গলের ডিমা ব্রীজে।
জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে আলিপুরদুয়ারের চার যুবক যুবতী পুজো দেখে ফেরার পথে ডিমা ব্রীজের কাছে তাদের পথ আটকায় দুষ্কৃতিরা।চারজনের মোবাইল ফোন এবং একটি বাইক নিয়ে চম্পট দেয় দুষ্কৃতিরা।ঘটনার প্রতিবাদ করলে এক যুবকের পায়ে গুলি করা হয়।আহত যুবকের নাম অনিশ দেব।আলিপুরদুয়ারের নিউ টাউন এলাকার বাসিন্দা।
চিৎকার শুনতে পেয়ে স্থানীয়রা পৌঁছে আহত যুবককে উদ্ধার করে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে ভর্তি করে।হাসপাতাল সূত্রে খবর, আজ যুবকের অস্ত্রপচার করা হবে।
গোটা ঘটনার তদন্তে নেমেছে কালচিনি থানার পুলিশ।এই ঘটনায় উদ্বিগ্ন আলিপুরদুয়ারের বাসিন্দারা।