খড়িবাড়ি, ১৮ অক্টোবরঃ খুঁটি পুজোর মধ্য দিয়ে কালী পুজোর প্রস্তুতি শুরু করলো খড়িবাড়ির পানিট্যাঙ্কির শ্যামা প্রগতি সংঘ।এবছর তাদের থিম গুজরাটের নারায়ন অক্ষরধাম মন্দিরের আদলে মন্ডপসজ্জা।
গতবছর দুবাইয়ের বুর্জ খালিফা বানিয়ে দর্শনার্থীদের নজর কেড়েছিল এই ক্লাব।এবার গুজরাটের নারায়ন অক্ষরধাম মন্দির করা হবে।পাশাপাশি কলকাতার লেজার লাইটিং প্রদর্শনী ও চন্দননগরের আলোকসজ্জা থাকবে।
শিলিগুড়ি শহর এবং উত্তরবঙ্গের পুজো মন্ডপগুলির মধ্যে টেক্কা দিবে এই মন্ডপ এমনটাই দাবি উদ্যোক্তাদের।পাশাপাশি পুরুলিয়ার ছৌ নৃত্য এবং বিভিন্ন সাংস্কৃতিক, সামাজিক অনুষ্ঠান হবে বলে জানান শ্যামা প্রগতি সংঘের সম্পাদক সঞ্জীব বর্মন।