শিলিগুড়ি, ২৯ এপ্রিলঃ কালিয়াগঞ্জের ঘটনা নিয়ে তোলপাড় গোটা রাজ্য।শনিবার কালিয়াগঞ্জে গেলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী।এদিন দিল্লি থেকে বাগডোগরা বিমানবন্দরে নেমে কালিয়াগঞ্জে উদ্দেশ্য যান তিনি।
এদিন বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একাধিক বিষয়ে মন্তব্য করেন অধীর রঞ্জন চৌধুরী।তিনি বলেন, বাংলায় আইনব্যবস্থা ভেঙে পড়েছে এটা সবাই দেখছে। নাবালিকার ওপর অত্যাচার ও খুন, তারপর পুলিশ যেভাবে আচরণ করেছে তা বলার ভাষা নেই।গোটা ঘটনায় সিবিআই তদন্তের দাবি করেন তিনি।
পাশাপাশি কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গাঙ্গুলিকে নিয়োগ দুর্নীতি মামলা থেকে সরানো নিয়েও মন্তব্য করেন তিনি।তিনি বলেন, পশ্চিমবঙ্গের যারা শাসক তারা চেয়েছিল বিচারপতি গাঙ্গুলির ওপর নিয়ন্ত্রণ আনা হোক। কারণ বিচারপতি যা রায় দিচ্ছিলেন তা পশ্চিমবঙ্গের দুর্নীতির তথ্যকে প্রকাশ করেছিল।
