কালিয়াগঞ্জ,১৯ জুলাইঃ উত্তর দিনাজপুর জেলা স্বাস্থ্য দফতরের তৎপরতায় এবং কালিয়াগঞ্জ পৌরসভার উদ্যোগে বিশেষ করোনা টিকাকরণ শিবিরের আয়োজন করা হয়েছে।
জানা গিয়েছে, ১৯ জুলাই থেকে ২৪ জুলাই পর্যন্ত কালিয়াগঞ্জ শহরে চলবে এই বিশেষ টিকাকরণ শিবির।এই শিবিরে গিয়ে শহরের ১৮ বছরের উর্দ্ধে সমস্ত বাসিন্দারা কোভিড ভ্যাকসিনের প্রথম ডোজ নিতে পারবেন।কালিয়াগঞ্জের ১৬ নম্বর ওয়ার্ডের মাড়োয়ারি পট্টি গিন্নিদেবী হিন্দি হাইস্কুল, ৫ নম্বর ওয়ার্ডের শান্তিকলোনীতে সারদা শিশুতীর্থ এবং ৯ নম্বর ওয়ার্ডের রায়কলোনী মনমোহন বালিকা উচ্চবিদ্যালয়ের এই শিবির আজ থেকে শুরু হয়েছে।
এদিন টিকাকরণ শিবিরগুলি ঘুরে দেখেন পৌরসভার প্রশাসক মন্ডলীর সদস্য কমল ঘোষ।তিনি বলেন, সর্বস্তরের মানুষ যাতে টিকা পায় সেই কারণে জেলা স্বাস্থ্য দফতের তৎপরতায় এবং কালিয়াগঞ্জ পৌরসভার উদ্যোগে এই ক্যাম্প শুরু হয়েছে।