কালিয়াগঞ্জের ঘটনা নিয়ে ক্ষুব্ধ জাতীয় শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপার্সন প্রিয়াঙ্ক কানুনগো, কি বললেন তিনি…?

শিলিগুড়ি, ২৪ এপ্রিলঃ দিল্লি ফেরার আগে কালিয়াগঞ্জের ঘটনা নিয়ে ক্ষুব্ধ জাতীয় শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপার্সন প্রিয়াঙ্ক কানুনগো।


এদিন বাগডোগরা বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, ‘রাজ্য সরকার ময়নাতদন্তের রিপোর্ট দেয়নি। ২৪ ঘন্টা কেটে যাওয়ার পর যেখানে তিন চিকিৎসক দেখা করার কথা সেখানে এক চিকিৎসক আমাদের সঙ্গে দেখা করেছে। এই ঘটনায় কেসের আইও বিভিন্ন বিষয় সম্পর্কে তথ্য দিতে পারেননি’।

‘অভিযুক্ত জাভেদের সম্পর্কে কোনো তথ্য দেয়নি পুলিশ। আমাদের আশঙ্কা এরা বাংলাদেশী অনুপ্রবেশকারী হতে পারে।ময়নাতদন্ত করা চিকিৎসকদের কথা অনুযায়ী নাবালিকা আত্মহত্যা করেছিল কিনা তা বলা যাবে না।রাজ্যের মন্ত্রী শশী পাঁজা যে মন্তব্য করেছেন তা মিথ্যে বলে জানান তিনি’।


 

 

This entry was posted in Uncategorized. Bookmark the permalink.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *