শিলিগুড়ি, ২৫ এপ্রিলঃ কালিয়াগঞ্জে নাবালিকাকে ধর্ষণ ও খুনের ঘটনায় তোলপাড় রাজ্য।আজ ফের একবার উত্তপ্ত হয়ে উঠেছে কালিয়াগঞ্জ।
মঙ্গলবার বিকেলে ভারতীয় জনতা তফশিলী মোর্চার তরফে প্রতিবাদ মিছিল বের করা হল।এদিনের মিছিলে রাজ্য পুলিশের ভূমিকা নিয়ে সুর চড়িয়ে ঘটনার সিবিআই তদন্তের দাবি জানানো হয়।শিলিগুড়ির ভেনাস মোড় সংলগ্ন এলাকা থেকে মিছিল শুরু হয়ে বিভিন্ন এলাকা পরিক্রমা করে।এদিন মিছিলের নেতৃত্ব দেন বিধায়ক শিখা চ্যাটার্জী।
