কালিয়াগঞ্জ,৫ ফেব্রুয়ারিঃ আগামী ১০ ফেব্রুয়ারি কালিয়াগঞ্জে রাজনৈতিক সভা করতে চলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।জানা গিয়েছে, কালিয়াগঞ্জের চান্দোইল হাট ময়দানে এই সভা হবে।
এদিকে মুখ্যমন্ত্রীর এই সভাকে সামনে রেখে শুক্রবার বিকেলে কালিয়াগঞ্জের বোঁচাডাঙ্গা পঞ্চায়েতের চান্দোইল হাট ময়দান পরিদর্শন করেন তৃণমূল নেতৃত্ব এবং জেলা প্রশাসনের শীর্ষ কর্তারা।উপস্থিত ছিলেন তৃণমূলের উত্তর দিনাজপুর জেলা সভাপতি কানাইয়া লাল আগরওয়াল, সহ সভাপতি পূর্ণেন্দু দে, যুব তৃণমূলের জেলা সভাপতি গৌতম পাল, জেলা পরিষদ সদস্য দধিমোহন দেবশর্মা, উত্তর দিনাজপুরের জেলাশাসক অরবিন্দকুমার মিনা, রায়গঞ্জের পুলিশ সুপার সুমিত কুমার সহ অন্যান্যরা।
কানাইয়া লাল আগরওয়াল জানান, ১০ ফেব্রুয়ারী বুধবার সকাল ১১ টায় মুখ্যমন্ত্রীর সভা শুরু হবে।দুই দিনাজপুর জেলাকে নিয়ে হবে তৃণমূলের এই কর্মীসভা।