নকশালবাড়ি, ২ সেপ্টেম্বরঃ কয়েক বছর ধরেই কমছে কালোমাথা কাস্তেচরা পাখির সংখ্যা।আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংঘ(IUCN)এই কালোমাথা কাস্তেচরাকে প্রায় বিপদগ্রস্ত প্রজাতি হিসেবে ঘোষণা করেছে।বিপন্নপ্রায় এই পাখি নিয়ে গনণা শুরু করলো বনদপ্তর সহ বিভিন্ন সংগঠন।
উত্তরবঙ্গের একমাত্র নকশালবাড়িই কালোমাথা কাস্তেচরার বাসস্থান ও প্রজননের স্থান।মার্চ থেকে সেপ্টেম্বর পর্যন্ত এই পাখিরা এখানে বাচ্চা দিয়ে সেই শাবকদের বড় করে শীতের আগেই অন্যত্র চলে যায়।বিপন্ন তালিকায় থাকা এই পাখির সংরক্ষণ নিয়ে গননা শুরু করল শিলিগুড়ি হিমালয়ান নেচার এডভেঞ্চার ফাউন্ডেশন, পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ ও কার্শিয়াঙ বনদপ্তর।
গত দুইবছর ২০০ ও ২৪০টি কাস্তেচরার খোঁজ পাওয়া গেলেও বিপন্নপ্রায় হচ্ছে এই পাখি।সংরক্ষণ করা ঠিক হলেই এদের বিপন্নতা থেকে ফিরিয়ে আনা সম্ভব বলে মত পরিবেশপ্রেমী তথা ন্যাফের কোর্ডিনেটর অনিমেষ বসু।
১৯৯৩ সালে এই পরিযায়ী পাখির দলকে প্রথম দেখা যায়।পরে দেখা না গেলেও বিগত বছরে এই পাখিদের ফের দেখা যায়।বিজ্ঞান মঞ্চ এদের সংখ্যা বৃদ্ধি করতে কাজ করছে বলে জানান বিজ্ঞান মঞ্চের সদস্য।
বনদপ্তরের তরফে জানা গিয়েছে, কালোমাথা কাস্তেচরা সংখ্যা বৃদ্ধি করতে এবং তাদের বাসস্থানের জন্য বনদফতর কাজ করছে।