রাজগঞ্জ, ১ জানুয়ারিঃ কল্পতরু উৎসবে ভক্তদের ভিড় সাহুডাঙ্গি রামকৃষ্ণ মিশনে।বুধবার সকাল থেকেই সাহুডাঙ্গি রামকৃষ্ণ মিশনে নানান অনুষ্ঠানের মাধ্যমে দিনটি পালন করা হচ্ছে।
এদিন প্রথমে মঙ্গল আরতি, রামকৃষ্ণের উপাসনা, চণ্ডীপাঠ, ভক্তিগীতি ও বিশেষ পুজো করা হয়।এরপরই প্রসাদ বিতরণ করা হয়।শিলিগুড়ি-জলপাইগুড়ি সহ বিভিন্ন যায়গা থেকে বহু ভক্ত এদিন সাহুডাঙ্গি রামকৃষ্ণ মিশনে আসেন।
১৮৮৬ সালের ১ জানুয়ারি ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব কল্পতরু হয়েছিলেন।এদিন তাঁর কাছে যে যা প্রার্থনা করেছিলেন, সেইসব মনোবাসনা তিনি পূরণ করেছিলেন।তাই প্রতিবছর পয়লা জানুয়ারি দিনটিকে কল্পতরু দিবস বা কল্পতরু উৎসব হিসেবে পালন করা হয়।
শ্রীরামকৃষ্ণদেব ও বিবেকানন্দের ভক্তরা এই বিশেষ দিনটি যাবতীয় রীতিনীতি মেনে পালন করে থাকেন।