শিলিগুড়ি, ১৩ জুনঃ প্রতিবছর বর্ষার সময় বৃষ্টিতে জল জমে যায় রাস্তায়।এই কারণে নিজ ব্যয়ে এলাকায় কালভার্ট নির্মানের উদ্যোগ নিল ডাবগ্রাম ২ অঞ্চলের পূর্ব ফকদইবাড়ির নিচপাড়া অঞ্চলের বাসিন্দারা।
স্থানীয়দের অভিযোগ, বর্ষায় অল্প বৃষ্টিতেই রাস্তায় হাটু জল জমে যায়।শুধু তাই নয়,নিকাশি ব্যবস্থা সঠিক না হওয়ায় নর্দমার নোংরা জল বাড়িতে ঢুকে পরিবেশকে অস্বাস্থ্যকর করে তোলে।
অভিযোগ,বিষয়টি নিয়ে এলাকার বিজেপি পঞ্চায়েত শ্রীহরি নাগকে বারবার জানিয়েও কোনো কাজ হয়নি।অবশেষে সমস্যার সমাধান করতে নিজ ব্যয়ে কালভার্ট নির্মান করার উদ্যোগ নেন বাসিন্দারা।স্থানীয় বাসিন্দা নারায়ণ মজুমদার জানান, যাতায়াতে যাতে কোনো সমস্যা না হয় এবং এলাকা যাতে জলমুক্ত থাকে এই কারণেই নিজেরাই টাকা খরচ করে কালভার্ট নির্মান করছেন।
এই বিষয়ে পঞ্চায়েত শ্রীহরি নাগকে জিজ্ঞাসা করা হলে গোটা বিষয়টি নিয়ে দায়ভার চাপিয়ে দেন ডাবগ্রাম ২ নং অঞ্চল প্রধানের উপর।