জলপাইগুড়ি, ১৭ ডিসেম্বরঃ একাধিক দাবিতে জলপাইগুড়ি জেলাশাসককে স্মারকলিপি প্রদান করল কামতাপুর স্টুডেন্টস অর্গানাইজেশন।
অর্গানাইজেশনের ভাইস-প্রেসিডেন্ট সঞ্জয় রায় বলেন, মূলত পাঁচটি দাবি নিয়ে স্মারকলিপি জেলাশাসকের মাধ্যমে মুখ্যমন্ত্রীকে প্রদান করা হল।তাদের দাবি হল কামতাপুর ভাষার অর্গানাইজিং স্কুলের সংখ্যা বাড়ানো, কামতাপুর আন্দোলনের সাথে যুক্ত শিক্ষিত যুবকদের এই সকল স্কুলে চাকরিতে প্রাধান্য দেওয়া, কামরুপ কামাখ্যা কোচবিহারের আদি ইতিহাস পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত, মহাবীর চিলা রায়ের জন্মদিনে উত্তরবঙ্গে ছুটি ঘোষণা, পুনরায় উত্তরবঙ্গে স্কুল সার্ভিস কমিশনের বোর্ড চালু করা।