শিলিগুড়ি, ২২ ডিসেম্বরঃ শিলিগুড়ি ইস্টার্ন বাইপাস সংলগ্ন ঢাকেশ্বরী কালী মন্দির প্রাঙ্গণে কম্বল বিতরণ করলেন ডাবগ্রাম ফুলবাড়ি বিধায়ক শিখা চ্যাটার্জী।
রবিবার বিধায়ক তহবিল থেকে প্রায় ৫০০টি কম্বল দুঃস্থ মানুষদের হাতে তুলে দেওয়া হয়।এদিন বিধায়ক শিখা চ্যাটার্জী জানান, বিধায়ক তহবিল থেকে আজ কম্বল বিতরণ করা হচ্ছে।আজ ডাবগ্রাম ২ নম্বর অঞ্চলে দেওয়া হল।এরপর ফুলবাড়ি ১, ফুলবাড়ি ২ ও ডাবগ্রাম ১ অঞ্চলে কম্বল দেওয়া হবে।