শিলিগুড়ি, ২২ আগস্ট: ছুটির দিনে মজা করতে গিয়েছিল দুর্গম এলাকায়। কিন্তু সেখানে যেতেই এতো বড় বিপদ ছিল তা কে জানতো। অবশেষে পুলিশ, দমকল ও স্থানীয়দের চেষ্টায় রক্ষা পেল ৮ যুবক যুবতীর প্রাণ।
রবিবার শিলিগুড়ির বাসিন্দা ৫ যুবক ও ৩ যুবতী সেবকের কাছে কমলা ফলসে যায়৷ পাহাড়ি পথ ও পাহাড়ি নদী পেরিয়ে সেই ঝর্ণার কাছে যেতে হয়৷ কিন্তু বর্ষাকালে সেখানে যাওয়া খুবই বিপজ্জনক৷ প্রশাসন, বন দফতরের তরফেও সেখানে যেতে বারণ করা হয়৷ এরপরও ৮ জন সেখানে যায়। বিকেলে সেখানে নদীর জল হঠাৎ বেড়ে যায়। ফলে আটকে পড়ে ৮ জন। সন্ধ্যে ৭ টা নাগাদ সেবক ফাঁড়িতে খবর যায়। এরপর দমকল ও বিপর্যয় মোকাবিলা বাহিনীকেও ডাকা হয়। সহযোগীতা নেওয়া হয় স্থানীয় কয়েকজন যুবকের।
প্রায় ৩ ঘণ্টা হেঁটে, কালিখোলা নদী পেরিয়ে কমলা ফলসের কাছে পৌছায় উদ্ধারকারীরা। সোমবার ভোর ৪ টা নাগাদ ৮ জনকে সুরক্ষিতভাবে উদ্ধার করা হয়। নিয়ে আসা হয় সেবক ফাঁড়িতে। এদিকে উদ্ধারকার্যে গিয়ে সিভিক ভলেন্টিয়ার জখম হয়েছেন বলে পুলিশ সূত্রে খবর৷
