কামতাপুরী সাংস্কৃতিক সংগঠনের তরফে পালিত হল শহীদ দিবস

রাজগঞ্জ, ২৫ জানুয়ারি: কামতাপুরী সাংস্কৃতিক সংগঠনের তরফে পালিত হল শহীদ দিবস।কামতাপুরি রাজ্য ও ভাষার আন্দোলন করতে গিয়ে শহীদ হওয়া জগদীশ চন্দ্র রায় ও গজন রায়ের স্মরণে এদিন সাহুডাঙ্গিতে  এই শহীদ দিবস পালন করা হয়।


সংগঠন সূত্রে জানা গিয়েছে, ১৯৮৭ সালের ২৫ জানুয়ারি কামতাপুর রাজ্য ও ভাষার দাবিতে আলতাগ্রাম স্টেশনে রেল রোকো কর্মসূচি করা হয়েছিল। সেদিন আন্দোলনকারীদের উপর গুলি চালানোর ঘটনায় জগদীশ চন্দ্র রায় ও গজন রায়ের মৃত্যু হয়। তাই প্রতি বছর ২৫ জানুয়ারি ওই দুই শহীদের স্মরণে শহীদ দিবস পালন করা হয়।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Jojobet Girişcasibomholiganbet girişjojobetcasino siteleriDeneme Bonuslarcasibom girişcasibomcasicasibomcasibom 726Bonus veren sitelerCasibom 2024 - 2025Canlı BahisBedava deneme bonusucasibom güncel girişcasibomcasibomcasibomOnwin