শিলিগুড়ি, ৩ মেঃ কাঞ্চনকন্যা এক্সপ্রেস ট্রেন থেকে গাঁজা উদ্ধার করলো আরপিএফ।যদিও ঘটনায় কেউ গ্রেফতার হয়নি।
জানা গিয়েছে, আলিপুরদুয়ার থেকে শিলিগুড়ি জংশনে আসা কাঞ্চনকন্যা এক্সপ্রেস ট্রেনে তল্লাশির সময় আরপিএফ কর্মীরা একটি নীল রঙের ব্যাগ দেখতে পান।ব্যাগটিতে তল্লাশি চালালে উদ্ধার হয় দুই প্যাকেট গাঁজা।ব্যাগের মালিক কে, তাঁর খোঁজ করা হলে কেউ সামনে আসেননি।
আরপিএফ সূত্রে জানা গিয়েছে, ব্যাগ থেকে প্রায় ৮ কিলো গাঁজা উদ্ধার হয়েছে।যার বাজারমূল্য এক লক্ষ টাকা।উদ্ধার হওয়া গাঁজা শিলিগুড়ি জংশন টাউন জিআরপিকে তুলে দেওয়া হয়েছে।গোটা ঘটনার তদন্তে নেমেছে জিআরপি এবং আরপিএফ।
