শিলিগুড়ি, ১৪ অক্টোবরঃ নিরাপত্তারক্ষীর অভাবে শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম চত্বর পরিণত হয়েছে গাড়ি পার্কিং জোনে।এর পাশাপাশি রাত হলেই বিভিন্ন অসামাজিক কাজ চলছে বলে অভিযোগ উঠে আসছে।এরফলে আতঙ্কে রয়েছেন পথচলতি মানুষ।
স্থানীয় বাসিন্দারা জানান, কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম চত্বরে প্রতিদিনই ছোটো বড় গাড়ি দেখতে পাওয়া।স্থানীয় ব্যবসায়ী সহ ডাক্তাররা গাড়ি পার্ক করে থাকেন।অন্যদিকে, রাতে হতেই শুরু হয় অসামাজিক কার্যকলাপ।স্থানীয়দের অভিযোগ, স্টেডিয়াম কর্তৃপক্ষের গাফিলতির কারণে এই পরিস্থিতি।
কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের সদস্য অরুপ রতন ঘোষ বলেন, অবৈধভাবে স্টেডিয়াম চত্বরে গাড়ি পার্কিং এর অভিযোগ আমরা পেয়েছি।শীঘ্রই এই বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।তিনি আরও বলেন, তিনি এই বিষয়ে এসজেডিএ এর সঙ্গে দেখা করে এই বিষয়টি জানাবেন, এবং এক-দুদিনের মধ্যে অবৈধ পার্কিং এর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।এছাড়াও অসামাজিক কার্যকলাপের বিষয়টি পুলিশ প্রশাসনের দ্বারস্থ হয়ে স্টেডিয়ামে পেট্রোলিং এর দাবী করা হবে।