রোদ ঝলমলে আকাশ, অপরূপ কাঞ্চনজঙ্ঘার শোভায় মুগ্ধ সকলে

শিলিগুড়ি, ৩০ অক্টোবরঃ রোদ ঝলমলে আকাশ।শিলিগুড়িতে ভোর থেকে সন্ধ্যে অবধি দেখা মিলছে শ্বেতশুভ্র কাঞ্চনজঙ্ঘার। অপরূপ কাঞ্চনজঙ্ঘা কেউ দেখছেন জানালা দিয়ে আবার কেউ ছাদ থেকে।


এই দৃশ্য দেখে ছবি তোলার লোভ কী আর সামলানো যায়? স্মার্টফোন থেকে শুরু করে ক্যামেরায় ছবি তুলে তা সোশ্যাল মিডিয়ায় আপলোড করছেন শহরবাসী। সকাল সকাল কাঞ্চনজঙ্ঘা দেখে মনও ভালো সকলের। বারবার যেন ছুটে যাচ্ছেন ছাদে। এদিকে ফ্লাইওভারে বাইক গাড়ি থামিয়েও কাঞ্চনজঙ্ঘার ছবি তুলছেন অনেকেই।


তবে শুধু শিলিগুড়ি নয়। দার্জিলিং, কার্শিয়াং থেকেও আরও অপরূপ শোভায় দৃশ্যমান কাঞ্চনজঙ্ঘা। দূরদূরান্ত থেকে কাঞ্চনজঙ্ঘার টানে অনেকেই ছুটে আসেন। কিন্তু এবার করোনার জেরে পাহাড়ে সেভাবে পর্যটকের দেখা নেই। সবকিছু স্বাভাবিকের আশায় বসে রয়েছেন ট্যুর অপারেটর ও হোটেল মালিকেরা। প্রকৃতির টানে পর্যটকদের আসার অপেক্ষায় তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *