শিলিগুড়ি, ২০ জানুয়ারিঃ করোনা স্বাস্থ্যবিধি মেনে দর্শকশূন্য শিলিগুড়ি কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে আয়োজিত হল ক্রিকেট টূর্নামেন্ট। শিলিগুড়ি মহকুমা ক্রিড়া পরিষদের তরফে ফার্স্ট ডিভিশন লিগ কাম নকআউট টি টুয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট আয়োজিত হল।
৬৫ দিন ধরে এই ক্রিকেট টূর্নামেন্ট চলবে বলে জানা গিয়েছে। ২০ ওভারের এই খেলায় মোট ৩১টি দল অংশগ্রহন করবে। আজ শিলিগুড়ির ওয়াইএমএ ক্লাব ও আঠারোখাই সরোজিনি সংঘের মধ্যে টূর্নামেন্ট অনুষ্ঠিত হয়, জয়লাভ করে আঠারোখাই সরোজিনি সংঘ।
মহাকুমা ক্রীড়া পরিষদের তরফে মনোজ ভার্মা বলেন, খুবই ভালো লাগছে। করোনার কারনে কয়েকবছর ধরে খেলাধুলা থেকে অনেকেই দূরে চলে যাচ্ছিলেন। আবার খেলা শুরু হয়েছে। কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামকে স্যানিটাইজড করে সকলকে মাস্ক পরিয়ে খেলা শুরু হয়েছে।