রাজগঞ্জ,২২ জুলাইঃ কাঁচা রাস্তা পাকা করার দাবিতে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ বাসিন্দাদের।বৃহস্পতিবার রাজগঞ্জ ব্লকের জটিয়াকালি-গাডরা রাজ্য সড়ক অবরোধ করা হয়।টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান বাসিন্দারা।
রাজগঞ্জের সন্ন্যাসীকাটা গ্রাম পঞ্চায়েতের পশ্চিম বালাবাড়ির এই কাঁচা রাস্তা দিয়ে বেশ কয়েকটি গ্রামের মানুষ যাতায়াত করেন।লালস্কুল বালাবাড়ি থেকে পশ্চিম বালাবাড়ির প্রায় দেড় কিলোমিটার কাঁচা রাস্তায় রয়েছে প্রাথমিক বিদ্যালয়, অঙ্গনওয়ারী কেন্দ্র ও উপস্বাস্থ্য কেন্দ্র।বেহাল রাস্তায় শুখা মরশুমে ধুলোবালি এবং বর্ষাকালে জলকাদায় নাজেহাল হতে হয়।
স্থানীয় বাসিন্দারা জানান, প্রায় ৭টি গ্রামের মানুষকে যাবতীয় কাজে এই রাস্তা দিয়ে যাতায়াত করতে হয়।বিশেষ করে বর্ষাকালে জলকাদায় নাজেহাল হতে হয় তাদের।বিষয়টি নেতারা এবং প্রশাসনও জানে।তারপরেও রাস্তাটি পাকা করা হচ্ছে না।দাবি না মানা হলে আন্দোলন চলতে থাকবে বলে বাসিন্দারা জানিয়েছেন।
এদিকে ঘটনাস্থলে পৌছান রাজগঞ্জের জয়েন্ট বিডিও এবং রাজগঞ্জ থানার পুলিশ।আপাতত বেডমিশালি রাস্তা তৈরির আশ্বাস দিলে পথ অবরোধ তুলে নেন বাসিন্দারা।