শিলিগুড়ি, ১৮ ডিসেম্বরঃ শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে মুখ্যমন্ত্রীর সভার পর যুদ্ধকালীন তৎপরতায় চলছে মাঠ সংস্কারের কাজ।
সোমবার কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে মাঠ সংস্কারের কাজ খতিয়ে দেখলেন মেয়র গৌতম দেব, ডেপুটি মেয়র রঞ্জন সরকার সহ অন্যান্যরা।জানা গিয়েছে, আগামী ২৪ তারিখ থেকে মাঠে খেলা শুরু হবে।সেইমত যুদ্ধকালীন তৎপরতায় মাঠ সংস্কারের কাজ শুরু হয়েছে।
উল্লেখ্য, চলতি মাসের ১২ তারিখ কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে মাঠে মুখ্যমন্ত্রীর সরকারি সভা হয়।এই মাঠে সভার বিরোধিতা করে বিক্ষোভ প্রদর্শন করেছিলেন শিলিগুড়ির বিধায়ক।তবে মেয়র গৌতম দেব স্পষ্ট জানিয়েছিলেন সভার জন্য মাঠের কোনো ক্ষতি হবে না। সভার পরেই মাঠ সংস্কার করে খেলার উপযোগী করে তোলা হবে।সেইমত মাঠ সংস্কারের কাজ চলছে।
এদিন মেয়র জানান, কাজ প্রায় শেষের দিকে।সম্পূর্ণ স্টেডিয়ামকেই সংস্কার করা হবে।