শিলিগুড়ি, ২১ ফেব্রুয়ারিঃ জোরকদমে চলছে শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম সংস্কারের কাজ।এদিন স্টেডিয়ামের কাজ খতিয়ে দেখতে পরিদর্শনে গেলেন মেয়র গৌতম দেব।উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র রঞ্জন সরকার, মেয়র পারিষদ দিলীপ বর্মন সহ অন্যান্যরা।
জানা গিয়েছে, কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের পূর্ব দিকে আগে যেখানে এসএমকেপির কার্যালয় ছিল সেই জায়গাটিকে সম্পূর্ণভাবে ভেঙে নতুন করে তৈরি করা হচ্ছে।১০ কোটি টাকারও বেশি ব্যয়ে সেখানে তৈরি হচ্ছে পাঁচটি গেস্টরুম, তিনটি মাল্টিপারপাস হল রুম।বিভিন্ন অনুষ্ঠানে এই হল রুমগুলি সাধারণ মানুষকে ভাড়া দেওয়া হবে।এই কাজের জন্য কোন গাছ কাটা হবে না।চলতি বছরের ডিসেম্বর মাসের মধ্যেই কাজ শেষ হবে বলে জানান মেয়র গৌতম দেব।