শিলিগুড়ি, ২১ সেপ্টেম্বরঃ উত্তরবঙ্গের পর্যটনকে আরও একধাপ এগিয়ে নিয়ে যেতে আয়োজিত হবে কাঞ্চনজঙ্ঘা ট্যুরিজম ফেস্টিভ্যাল।অ্যাসোসিয়েশন ফর কনজারভেশন অ্যান্ড টুরিজমের উদ্যোগে আগামী ২৭ সেপ্টেম্বর থেকে ২৯ সেপ্টেম্বর অবধি এই ফেস্টিভ্যালের আয়োজন করা হয়েছে।শনিবার সাংবাদিক বৈঠক করে জানালেন সংস্থার সদস্যরা।
এদিনের সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশন ফর কনজারভেশন অ্যান্ড টুরিজমের ব্র্যান্ড অ্যাম্বাসেডর বাইচুং ভুটিয়া, রাজ বাসু সহ অন্যান্যরা।আগামী ২৭ সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবস।ওইদিনই মাটিগাড়ার একটি শপিং মলে শুরু হবে তিনদিন ব্যাপী কাঞ্চনজঙ্ঘা ট্যুরিজম ফেস্টিভ্যাল।
ফেস্টিভ্যালে বিশেষ অতিথি হিসেবে থাকবেন গ্র্যামি পুরস্কার বিজয়ী রিকি কেজ, অর্ক মুখার্জী সহ অন্যান্যরা।এই ফেস্টিভ্যালে ওপেন মাইক অনুষ্ঠান সহ বিভিন্ন রকম খাবাবের প্রতিযোগিতাও থাকছে বলে জানান সংস্থার সদস্যরা।
এদিন সাংবাদিক বৈঠকের পর একটি নতুন ওয়েবসাইটও লঞ্চ করা হয়।