শিলিগুড়িঃ দীর্ঘদিনের অসুস্থতা কাটিয়ে উঠতে পারলেন না। বুধবার প্রয়াত হন বর্ষীয়ান বাম নেতা ও শিলিগুড়ির প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্যের স্ত্রী রত্না ভট্টাচার্য। বৃহস্পতিবার কলকাতা থেকে দেহ নিয়ে আসা হয় শিলিগুড়িতে। এদিন সকালে এনজেপি স্টেশন থেকে রত্না দেবীর দেহ সুভাষপল্লীতে বাড়িতে আনা হয়। সেখানে থেকে জেলা বামফ্রন্ট কার্যালয় হয়ে কিরণচন্দ্র শ্মশানঘাটে শেষকৃত্য হয়েছে।
স্ত্রীয়ের মৃত্যুশোকে বুধবার থেকেই ভেঙে পড়েছেন অশোক বাবু। বৃহস্পতিবার বাড়িতে আসতেই কান্নায় ভেঙে পড়েন তিনি। কখনও আত্মীয়দের জড়িয়ে ধরে কেঁদে ফেলেন। কখনও বা একান্তেই। এদিন রত্না দেবীকে শ্রদ্ধা জানাতে বাড়িতে পৌঁছান পুরনিগমের প্রশাসক গৌতম দেব, জেলা তৃণমূল সভানেত্রী পাপিয়া ঘোষ থেকে শুরু করে বিভিন্ন দলের নেতা নেত্রীরা। অন্যদিকে কলকাতা থেকে অশোক বাবুর সঙ্গে শিলিগুড়ি আসেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ।
অশোক ভট্টাচার্য জানান, আমার ৪১ বছরের সঙ্গী। আমার যেকোনও আন্দোলন, সংগ্রামে যে সবথেকে বেশী সাহস জুগিয়েছে, অনুপ্রেরণা জুগিয়েছে সে আমাকে ছেড়ে চলে গেল। আমার ব্যক্তিগত জীবনে বড় বিপর্যয়। কোনওদিন মন্ত্রী, মেয়রের স্ত্রী বলে কাউকে পরিচয় দিতো না। চাকরি, সংসার সবটাই সামেলেছে। একজন ভাল মানুষ ছিল।