শিলিগুড়ি, ৬ নভেম্বরঃ করোনা পরিস্থিতিতে বন্ধ রয়েছে স্কুল কলেজ।এই অবস্থায় রাজ্য সরকারের কন্যাশ্রী প্রকল্প নিয়ে ছাত্র-ছাত্রীদের সচেতন করতে মহকুমাশাসকের দপ্তরে সাংবাদিক সম্মেলন করা হল।
এদিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন কন্যাশ্রী দপ্তরের ওসি সংহিতা তলাপাত্র।তিনি বলেন, কন্যাশ্রীর যাবতীয় কাজ স্কুল থেকেই চলছে তবে বর্তমান পরিস্থিতিতে অনেক ছাত্রীর সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না।তবে স্কুলগুলিতে এখন প্রতিদিনই কন্যাশ্রীর কাজ চলছে তাই ছাত্রছাত্রীদের প্রয়োজনে স্কুলের সাথে যোগাযোগ করার পরামর্শ দেন তিনি।স্কুলে যোগাযোগ সম্ভব না হলে ওয়েবসাইটে গিয়েও প্রশ্ন করা যেতে পারে।
তিনি আরও জানান, শিলিগুড়ি পুরনিগম ও শিলিগুড়ি মহকুমা পরিষদ এলাকায় ২০-২১ সালের শিক্ষাবর্ষে কন্যাশ্রীর ফর্ম ফিলাপ করার জন্য টার্গেট ছিল ৫৭৭৪ জন, তবে ফর্ম ফিলাপ করেছে ৪৮৮৯।পাশাপাশি তিনি বলেন, প্রতিটি স্কুল থেকে শীঘ্রই মিডডে মিলের কাজও শুরু হবে।