কপালের টিপে মা দুর্গা’কে আঁকলেন শিলিগুড়ির ঘোগোমালির মিঠু রায়।মিঠু রায় পেশায় অঙ্কন শিল্পী।১ টাকার কয়েন থেকে শুরু করে বিভিন্ন ধরনের ছোট-ছোট জিনিসের ওপর নানা ধরনের ছবি আঁকার চেষ্টা চালিয়ে গিয়েছেন মিঠু রায়।প্রায় ৩ থেকে ৪ মাসের প্রচেষ্টায় ১.৫ সেন্টিমিটার মেয়েদের কপালের টিপের মধ্যে মা দূর্গা’কে এঁকে তাক লাগিয়ে দিয়েছেন মিঠু।
পাশাপাশি দেবী দুর্গার চার সন্তানের ছবি ও ১ সেন্টিমিটারের চারটি টিপে ৪ দেবদেবীর ছবি এঁকেছেন তিনি। মিঠু রায় জানান, গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড ও ইন্টারন্যাশনাল বুক অফ রেকর্ড সহ আরো দুটি জায়গায় তার এই টিপের ওপর ছবির নমুনা পাঠিয়েছেন তিনি।ইন্টারন্যাশনাল বুক অফ রেকর্ডে তার ছবি বাছাই হয়েছে।
তবে কেন এই চিন্তা ভাবনা? এই প্রশ্নের উত্তরে তিনি জানান, ছোটবেলা থেকেই ছবি নিয়ে বিভিন্ন ধরণের গবেষণা করার ইচ্ছে রয়েছে তার।করোনা মহামারীর প্রভাব পড়তেই লকডাউন ঘোষণা হয় গোটা বিশ্ব জুড়ে সেই কারণেই ঘরবন্দি হয়ে পড়ে সেই সময়টাকে কাজে লাগিয়ে একটু অন্যরকমভাবে মা দুর্গাকে স্বাগত জানাতেই এই ছবি আঁকা।