শিলিগুড়ি, ২১ অক্টোবরঃ শিলিগুড়ির ২৫ নম্বর ওয়ার্ডের মিলনপল্লী এলাকায় একটি কাপড়ের গোডাউনে অগ্নিকান্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়াল।
বৃহস্পতিবার বিকেলে আগুন লাগে গোডাউনটিতে।বিষয়টি স্থানীয়দের নজরে আসতেই খবর দেওয়া হয় দমকলকে।ঘটনাস্থলে আসে দমকলের দুটি ইঞ্জিন।
প্রাথমিক অনুমান শর্ট সার্কিট থেকেই অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।প্রায় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে অনুমান করা হচ্ছে।