আলিপুরদুয়ার, ২৬ সেপ্টেম্বরঃ সোমবার ডুয়ার্সে করম পুজোয় মেতে উঠেছিলেন আদিবাসী সম্প্রদায়ের মানুষেরা।মঙ্গলবার সকাল থেকে আলিপুরদুয়ার জেলার ডিমা,বাসরা,মধু সহ বিভিন্ন নদী ঘাটে শুরু হল করম বিসর্জন।
ডুয়ার্সের আদিবাসী সম্প্রদায়ের অন্যতম বড় উৎসব এই করম পূজা।গতকাল সন্ধ্যা থেকে শুরু হয় করম পুজো।এরপর সারারাতব্যাপী চলে পুজো ও বিভিন্ন অনুষ্ঠান।
মঙ্গলবার সকাল থেকে বিভিন্ন নদীতে করম বিসর্জন করা হচ্ছে।ধামসা,মাদলের তালে করম বিসর্জনে সামিল হয়েছেন প্রচুর মানুষ।