জলপাইগুড়ি, ১৫ সেপ্টেম্বরঃ জলপাইগুড়ি জেলার বিভিন্ন জায়গায় মহাসমারোহে পালিত হল আদিবাসী সম্প্রদায়ের সবথেকে বড় উৎসব ‘করম পূজা’।
শনিবার রাতে অনান্য জায়গার পাশাপাশি জলপাইগুড়ি শহর সংলগ্ন মোহিত এলাকার করলা ভ্যালি চা বাগানে অনুষ্ঠিত হয় করম পূজা। করলা ভ্যালি এলাকার ফুটবল মাঠে বিশালাকার প্যান্ডেল করে করম পূজার আয়োজন করা হয়। আট থেকে আশি আদিবাসী সম্প্রদায়ের প্রত্যেকে পুজোয় সামিল হন।এলাকার মহিলাদের হলুদ শাড়ি পড়ে পুজোয় অংশ নিতে লক্ষ্য করা যায়।করলা ভ্যালি ছাড়াও রাজগঞ্জের সরস্বতীপুর, ফটিঙ্গা লাইন সহ বিভিন্ন যায়গায় নিয়ম ও নিষ্ঠার সাথে পূজা সম্পন্ন করা হয়।
এদিন করম পূজায় উপস্থিত ছিলেন রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায় ও জলপাইগুড়ি পুরসভার ভাইস চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায়, আইএনটিটিইউসির জেলা সভাপতি তপন দে, রাজগঞ্জ ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি অরিন্দম ব্যানার্জি সহ অন্যান্যরা ।ধামসা মাদলের তালে আদিবাসী নৃত্যের মধ্যে দিয়ে করম পুজোতে মেতে উঠেন তারা।