শিলিগুড়ি, ৩১ মার্চঃ শিলিগুড়ির বিভিন্ন জায়গার পাশাপাশি কারবালা ময়দানে পালিত হল পবিত্র ঈদ।এদিন ঈদের নামাজ পড়লেন মুসলিম সম্প্রদায়ের বহু মানুষ।
জানা গিয়েছে, এদিন ঝংকার মোড় সংলগ্ন কারবালা ময়দানে বড়দের পাশাপাশি ছোটদেরও নামাজ পড়তে দেখা যায়।প্রচুর মানুষ এদিন ভিড় করেন।
কারবালা ময়দানে ঈদের শুভেচ্ছা জানাতে হাজির হন মেয়র গৌতম দেব সহ বরো চেয়ারম্যান গার্গী চ্যাটার্জি, কাউন্সিলর পিন্টু ঘোষ, প্রাক্তন কাউন্সিলর পরিমল মিত্র সহ অন্যান্যরা।
নামাজ পাঠ শেষে সকলকে ঈদের শুভেচ্ছা বার্তা দেন মেয়র গৌতম দেব।