শিলিগুড়ি, ২৬ জুলাইঃ সোমবার স্টুডেন্টস সোসাইটি অফ শিলিগুড়ির তরফে কার্গিল বিজয় দিবস পালন করা হল।
এদিন শিলিগুড়ি বাঘাযতীন পার্কের সামনে দিনটি পালন করা হয়।কার্গিল যুদ্ধে শহীদ জওয়ানদের শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন স্টুডেন্টস সোসাইটি অফ শিলিগুড়ির সদস্যরা।
কার্গিল যুদ্ধ হয়েছিলো ১৯৯৯ সালে৷সেসময় পাকিস্তানি সেনা নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে ভারতে ঢুকে পড়ে।এরপরই ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ শুরু হয়।পরবর্তীতে ১৯৯৯ সালের ২৬শে জুলাই ভারতীয় জওয়ানরা জয়লাভ করে৷প্রতিবছর দিনটিকে কার্গিল বিজয় দিবস হিসেবে পালন করা হয়।