শিলিগুড়ি, ১২ সেপ্টেম্বরঃ ফাঁসিদেওয়ার ঘোষপুকুরে এক চা কারখানার চিমনির ছাই সমস্যা সৃষ্টি করছে বাসিন্দাদের।
জানা গিয়েছে, গত ৪ মাস ধরে ছাই বাড়ির উঠোন থেকে কুয়োর জল, খাবারে পড়ছে।ফ্যাক্টরিতে মৌখিকভাবে জানিয়েও সমস্যা মেটেনি।এরপর সোমবার বাসিন্দারা একত্রিত হয়ে কারখানার সামনে বিক্ষোভ প্রদর্শন করে ম্যানেজারকে স্মারকলিপি প্রদান করেন।
স্থানীয় বাসিন্দারা জানান, কুয়োর জল থেকে বাড়ির আসবাবপত্র সমস্ত জায়গায় এই ছাই পড়ছে।আগে কয়লা দিয়ে কারখানার চলতো, খরচ কমাতে ধানের তুষ পুড়িয়ে কাজ করা হচ্ছে এর ফলেই এই সমস্যা।এই সমস্যা নিয়ে আজ স্মারকলিপি প্রদান করা হয়।এর জন্য ৭ দিনের সময় দেন বাসিন্দারা।আগামীদিনে এই সমস্যা না মিটলে বৃহত্তর আন্দোলনে নামা হবে।
এই বিষয়ে কারখানার ম্যানেজার তীর্থনাথ ব্যানার্জী জানান, ঘটনাটি দুঃখজনক।দূষণ বোর্ডের নির্দেশ মেনে চিমনি ১২০ ফুট লম্বা করা হয়েছে।তার পরেও যদি এই ঘটনা হয় তবে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।