শিলিগুড়ি, ৪ জুলাইঃ ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভার অন্তর্গত ঠাকুরনগর রেলগেট এলাকায় কারখানার নোংরা জল প্রবেশ করছে আশেপাশের বাড়িগুলিতে।ঘটনায় ক্ষুব্ধ হয়ে কারখানায় বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দারা।
জানা গিয়েছে, ঠাকুরনগর রেলগেট এলাকায় একটি মদ সহ অন্যান্য কারখানা রয়েছে।স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে সেই কারখানার নোংরা জল এলাকার বাড়িগুলিতে প্রবেশ করছে।যার জেরে মাঝেমধ্যেই অসুস্থ হয়ে পড়ছেন তারা।এদিকে কয়েকদিনের ভারী বৃষ্টির ফলে কারখানার একটি বড় দেওয়াল ভেঙে রাস্তায় পড়ে যায়।এরপর ওই এলাকায় ছড়িয়ে পড়ে কারখানার নোংরা জল।বেশকিছুদিন আগে গবাদি পশু এবং পরিযায়ী পাখি সেই জল পান করে মারা যায় বলে অভিযোগ।
এদিন ক্ষুব্ধ হয়ে কারখানার ভেতরে ঢুকে বিক্ষোভ দেখান বাসিন্দারা।পরবর্তীতে খবর পেয়ে এনজেপি থানার বিশাল পুলিশ বাহিনী পৌঁছে পরিস্থিতি সামাল দেয়।
এদিকে ঘটনাস্থলে আসেন স্থানীয় পঞ্চায়ত সদস্য ভবতোষ রায়।তিনি বলেন, বহুবার এই কারখানাকে চিঠি দেওয়া হয়েছে।এই বিষয়ে কোনোরকম কর্ণপাত করেনি তারা।অতিদ্রুত এই সমস্যার সমাধান না হলে আগামীদিনে আরও বৃহত্তর আন্দোলনে যাবে বলে জানিয়েছে বাসিন্দারা।
অন্যদিকে কোম্পানির জেনারেল ম্যানেজার জানান, আমরা গাইডলাইন মেনেই কাজ করি।তবে বৃষ্টির জন্য জল উপচে বাইরে বেরিয়ে যাচ্ছে।এটা আমাদের ইচ্ছাকৃত নয়।বিষয়টি আমরা দেখছি।