শিলিগুড়ি, ৩০ আগস্টঃ তারুণ্য ও অভিজ্ঞতার মিশেলে ৫ জন কর্মাধ্যক্ষ নিযুক্ত করল শিলিগুড়ি মহকুমা পরিষদ।মঙ্গলবার মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ সাংবাদিক বৈঠক করে ৫ জনের নাম ঘোষণা করেন।
এদিন অরুণ ঘোষ বলেন, দপ্তর বন্টনের কাজ সম্পন্ন হয়েছে।আগামীতে শিলিগুড়ি মহকুমা পরিষদ এলাকায় থমকে থাকা একাধিক কাজে গতি আনতে দপ্তর বন্টনে তারুণ্য ও অভিজ্ঞতাকে মিশেলে কর্মাধ্যক্ষ নিযুক্ত করা হয়েছে।অর্থ বিভাগের দায়িত্ব সভাধিপতি অরুণ ঘোষ নিজের দায়িত্বে রেখেছেন।পূর্ত-পরিবহন-জনস্বাস্থ্য-পরিবেশ বিভাগের কর্মাধ্যক্ষের পদে নিযুক্ত হলেন প্রিয়াঙ্কা বিশ্বাস, কৃষি-সেচ-সমবায়-ক্ষুদ্রশিল্প-বিদ্যুৎ বিভাগের দায়িত্ব পেলেন আইনুল হক,শিক্ষা-সংস্কৃতি-তথ্য ও ক্রীড়ার দায়িত্ব পেয়েছেন ক্যাপ্টেন নলিনী রঞ্জন রায়।অন্যদিকে বন ও ভূমি সংস্কার-মৎস্য ও প্রাণী সম্পদের দায়িত্ব পেয়েছেন কিশোরী মোহন সিংহ এবং খাদ্য সরবরাহ ও নারী কল্যাণের দায়িত্ব পেয়েছেন কুমুদিনি বড়াইক ঘোষ।
